অতিরিক্ত পুলিশ সুপার হলেন দাউদকান্দির কৃতিসন্তান বেলায়েত হোসাইন সজল

আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৬:৫৬:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৬:৫৭:৪৯ অপরাহ্ন
দাউদকান্দির কৃতিসন্তান মোহাম্মদ বেলায়েত হোসাইন (সজল) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি তিনি এই পদোন্নতি পেয়েছেন।

জানা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি, ৩৬তম বিসিএস-এ পুলিশ ক্যাডারে এএসপি পদে যোগদান করেন। মোহাম্মদ বেলায়েত হোসাইন বর্তমানে ডিএমপি গোয়েন্দা বিভাগের মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এ কর্মরত ছিলেন। র‍্যাবে থাকাকালীন তিনি অত্যন্ত সুনামের সহিত কাজ করেন।

সজল -একজন বিনয়ী, পরোপকারী ও গ্রাম পাগল মানুষ। তাহার এই সাফল্যে দাউদকান্দিবাসী অত্যন্ত আনন্দ প্রকাশসহ শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন। তিনি দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কলিযোগ গ্রামের কৃতিসন্তান।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com