দাউদকান্দিতে জমি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপলোড সময় : ১৫-১০-২০২৫ ১২:৩৯:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৫ ১২:৪১:১৭ পূর্বাহ্ন
দাউদকান্দিতে আশিক সফিউল্লাহ নামে এক জমি ব্যবসায়ীর কাছে জমি বিক্রি না করায় উদ্দেশ্যমূলকভাবে এক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী জোবায়ের আহমেদ মজনু ও এলাকাবাসীর উদ্যোগে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পৌরসদর এলাকার একটি ভবনে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আশিক সফিউল্লাহ দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষের জমি-জমা দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে স্থানীয়দের বহু অভিযোগ থাকা সত্ত্বেও সম্প্রতি তিনি জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে একতরফাভাবে মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, সত্য গোপন করে অসত্য প্রচারের মাধ্যমে তিনি নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন, যা ঘৃণিত ও নিন্দনীয়। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান— এই মিথ্যা প্রচারণার তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এসময় উপস্থিত ছিলেন, মিলন মেম্বার,আবুল কাসেম সরকার প্রমূখ৷ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com