
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক 'দুর্যোগ প্রশমন দিবস-২০২৫' উদযাপন উপলক্ষে দাউদকান্দিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল সারে ১১টায় দাউদকান্দি উপজেলা প্রশমন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দাউদকান্দি পাইলন উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দীন।
মহড়া পরিচালনা করেন দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়্যার হাউস ইন্সপেক্টর এরশাদ হোসাইন। মহড়ায় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিভানোর কৌশল, অগ্নিকান্ড ভবন থেকে উদ্ধার অভিযান, সড়ক দুর্ঘটনায় গাড়ীর নীচে থাকা আহতকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার কলাকৌশল দেখানো হয়। মহড়ায় উপস্থিত শিক্ষার্থীরা অংশগ্রহন করেন এবং তারা উজ্জীবিত হয়।
পিকে/এসপি
আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল সারে ১১টায় দাউদকান্দি উপজেলা প্রশমন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দাউদকান্দি পাইলন উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দীন।
মহড়া পরিচালনা করেন দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়্যার হাউস ইন্সপেক্টর এরশাদ হোসাইন। মহড়ায় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিভানোর কৌশল, অগ্নিকান্ড ভবন থেকে উদ্ধার অভিযান, সড়ক দুর্ঘটনায় গাড়ীর নীচে থাকা আহতকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার কলাকৌশল দেখানো হয়। মহড়ায় উপস্থিত শিক্ষার্থীরা অংশগ্রহন করেন এবং তারা উজ্জীবিত হয়।
পিকে/এসপি