পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হলেন দাউদকান্দির কৃতিসন্তান আব্দুল মোতালেব সরকার

আপলোড সময় : ১১-১০-২০২৫ ১২:০৫:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ১২:৫৯:১০ অপরাহ্ন
দাউদকান্দির কৃতিসন্তান আব্দুল মোতালেব সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি তিনি এই পদে পদোন্নতি পেয়েছেন।

জানা যায়, তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম ব্যাচের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। ১১ এবং ১৩ তম উভয় বিসিএস-এ সম্মিলিত মেধাতালিকায় ২য় স্থান অধিকার করেছিলেন।

কৃষিবিদ আব্দুল মোতালেব সরকার, এক সময় লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয় ডিজির দায়িত্ব পালন করেন। লেবাননের রাষ্ট্রদূত থাকাকালীন তিনি প্রবাসী বাংলাদেশীদের নিকট প্রশংসিত ছিলেন। সেখানে বাংলাদেশি শ্রমিকদের নানান সমস্যার সমাধান করেছিলেন। বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন।

এদিকে  বিনয়ী, সৎ, পরোপকারী, সজ্জন ও নিরহংকারী এই মানুষটির পদোন্নতি ও সাফল্যে দাউদকান্দিবাসী অত্যন্ত আনন্দ প্রকাশসহ শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মোতালেব সরকারকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন। তিনি উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com