ড. খন্দকার মোশাররফ হোসেনে'র ৮০তম জন্মদিন পালন করলো জাসাস

আপলোড সময় : ০২-১০-২০২৫ ১০:১৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৫ ১০:২১:২৭ অপরাহ্ন
"বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮০তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা জাসাসের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

জাসাস কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক কামাল পারভেজ ডালিমের সভাপতিত্বে ও সদস্য সচীব এস এম মিজানের সঞ্চালনায় বিএনপির জেলা ও উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক প্রজ্ঞা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধে অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের কঠিন সময়ে তাঁর মতো অভিজ্ঞ নেতৃত্ব বিএনপি ও জাতীয় রাজনীতির জন্য অপরিহার্য।

আলোচনা শেষে তাঁর সুস্থতা ও দীর্ঘায় কামনা করে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com