২৫ বছর ধরে মাছ উৎপাদন করে আসছি: স্বর্ণপদকে ভূষিত রহমত আলী

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৯:০০:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৯:১৬:১০ পূর্বাহ্ন
দাউদকান্দির রহমত ফিসারিজের স্বত্বাধিকারী রহমত আলী, মৎস্য খ্যাতে জাতীয় স্বর্ণপদক অর্জন করেছেন। গেল মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৫) সকালে রাজধানীর চীণমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের হাত থেকে এই স্বর্ণপদক গ্রহণ করেন।

"বুধবার দুপুরে প্রধান খবর-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে রহমত আলী বলেন,  দীর্ঘ ২৫ বছর ধরে সফলভাবে মাছ উৎপাদন করে আসছি। বর্তমানে আমার প্রতিষ্ঠিত রহমত মাছের প্রজেক্টে প্রায় ৬০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এই উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়ে অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা মৎস্য খাতে যুক্ত হয়েছেন।

পুরস্কার অর্জনের অনুভূতি ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। এ অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, পুরো দাউদকান্দি ও কুমিল্লার মানুষের। আমরা আমাদের এই খ্যাতকে আরো এগিয়ে নিয়ে যাবো।

তিনি বলেন, সততা নিষ্ঠা থাকলে সফলতা আসবেই। তবে, লেগে থাকতে হবে। আমি চার বার ফাইল জমা দিয়েছি। ৪র্থ বারে গিয়ে পাইছি। সে জন্যে হতাস হলে চলবে না। কাজ করে যেতে হবে। তিনি দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামের মরহুম হাজী নায়েব আলীর সন্তান।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com