আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দাউদকান্দির সন্তান জাহিদ হাসান

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ১০:২৮:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ১১:০৭:৫৫ অপরাহ্ন
আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহিদ হাসান। সে ফজলুল হক মুসলিম হলের প্রানিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

গেল বুধবার (১৩ আগস্ট ২০২৫) বেলা ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক কাজী মারুফুল ইসলামের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় সাথে ছিলেন, নাজমুল, শান্ত, মুঈদ, নাঈম ও সাদেক প্রমূখ।

জাহিদ হাসান বলেন, একটি নিরাপদ ও বাস্তবমুখী শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছি। আমার ৩৯হাজার শিক্ষার্থী ভাইবোনের বিভিন্ন নৈতিক ও ন্যায্য দাবি দাবা ভার্সিটি প্রশাসনের মাধ্যমে পুরণ করাই আমার লক্ষ্য।

প্রতিটি হলে গণরুম ও গেস্ট রুম নামক প্রথাকে চিরতরে বন্ধ করে দেয়া। ক্যাম্পাসে ভবঘুরে লোকদের উচ্ছেদ করে বোনদের নিরাপদে চলাচলের ব্যবস্থা করে দেয়া। আবাসন সংকট সমাধানে ছাত্রী হল নির্মানে প্রশাসনের সাথে ডাকসুর সম্ময় সাধনের মাধ্যমে কাজকে ত্বরান্বিত করা। শিক্ষক নিয়োগে এক্সপার্ট প্যানেল গঠন করে ভার্সিটিতে শিক্ষক নিয়োগ করা।

জাহিদ হাসান কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের স্বপাড়া গ্রামের বাসিন্দা। সে সকলের নিকট দোয়া চেয়েছেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com