আসন্ন ঢাকসু নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দাউদকান্দির সন্তান সুফি আহমেদ

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৬:৫১:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৭:৩৬:৪০ অপরাহ্ন
আসন্ন ডাকসু নির্বাচনে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রসংসদে স্বতন্ত্র প্যানেল থেকে পাঠকক্ষ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লেদার ও গবেষণা বিভাগের শিক্ষার্থী ও দাউদকান্দির কৃতীসন্তান সুফি আহমেদ।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মাননীয় প্রভোস্ট ড. মোঃ ফারুক শাহ এর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, মুহিবুল্লাহ,সাহিদুর রহমান, আবিদ আব্দুল্লাহ, শিপন, রাফি, নিলয়, জাহিদ, ইয়ামিন প্রমূখ।

সুফি আহমেদ বলেন, আমি কথা দিচ্ছি, পাঠাগার এবং পাঠকক্ষ হবে প্রযুক্তিসম্পন্ন, তথ্যসমৃদ্ধ, সবার জন্য উন্মুক্ত এক জ্ঞানমন্দির। আমি হবো আপনাদের কণ্ঠস্বর, আপনাদের প্রয়োজনের প্রতিনিধি। আমার লক্ষ্যপাঠকক্ষ কে এমন জায়গায় রূপান্তর করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী জ্ঞান, সহানুভূতি ও সম্ভাবনার ছোঁয়া পাবে।

পাঠকক্ষের সবথেকে বড় সমস্যা হচ্ছে চারপাশে তৈরী হওয়া নয়েজ বা শব্দদূষণ। যশিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে।সেজন্য আমি এমন এক রিডিং রুম নিয়ে ভাবছি - যেখানে বাইরের কোন আওয়াজ ভিতরে শোনা যাবে না,ভিতরের কোন আওয়াজ বাইরে আসবে না।পড়ার পরিবেশ হবে শান্ত ও মনোযোগপূর্ণ।

টেবিল দখল,অপ্রয়োজনীয় বইসমূহ অপসারণ : অনেক শিক্ষার্থী অবৈধভাবে রিডিং রুম দখল করে রাখে।টেবিলের উপর বইয়ের স্তূপ রেখে টেবিল দখলের সিন্ডিকেট ভেঙে দিবো।শুধুমাত্র প্রয়োজনীয় বই নিয়ে রিডিং রুমে আসবে ,পড়াশোনা করবে।

আবার যাওয়ার সময় নিয়ে যাবে। এরকম অসংখ্য চিন্তাভাবনা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনারা আমায় সুযোগ দিলে আমি আমার চিন্তাগুলোর ইমপ্লিমেন্ট করে একটি আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও বহুল তথ্যসমৃদ্ধ রিডিং রুম উপহার দিতে বদ্ধপরিকর থাকবো ইনশাআল্লাহ।

সুফি আহমেদ, লেদার প্রোডাক্ট'স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেতুন্দী গ্রামের বাসিন্দা।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com