রবিবার, ১২ অক্টোবর ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ১২ অক্টোবর ২০২৫ ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ড্যাব এর ২৩ জন মনোনয়ন প্রত্যাশী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হলেন দাউদকান্দির কৃতিসন্তান আব্দুল মোতালেব সরকার ধানসিঁড়ি সমাজ কল্যান পরিষদের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে ধানুয়া খাল পরিচ্ছন্নতা অভিযান সেদিন আমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিলো: আব্দুল কাদের জামাল ৩১ দফা জনগণের কাছে সুন্দর ভাবে তুলে ধরতে হবে: ড. খন্দকার মোশাররফ ড. খন্দকার মোশাররফ হোসেনে'র ৮০তম জন্মদিন পালন করলো জাসাস অটোরিকশা কাল হলো কিশোর ফাহিমের নিথরদেহ মিললো ঝোপে বিটেশ্বর উন্নয়ন ফোরাম-কে সন্মাননা ক্রেস্ট প্রদান কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদরাসায় অভিভাবক কাউন্সেলিং খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে তরবিয়তী সভা অনুষ্ঠিত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবীতে ২২ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে সমাবেশ দাউদকান্দির হলি কেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দাউদকান্দিতে রাইট টক অফ বাংলাদেশের কমিটি ঘোষণা তিন শতাধিক শিক্ষার্থীকে গাছের চাড়া দিলো স্বেচ্ছাসেবী সংগঠন বিইউইউএফ ও দানাফ মদিনাতুল উলূম কামিল মাদ্রাসার কমিটিতে সভাপতি মাও: আবুল বাশার, দাতা সদস্য রবিন চৌধুরী ডাকসু নির্বাচনে ভিপি ও সম্পাদক পদে লড়ছেন দাউদকান্দির তিন শিক্ষার্থী জাসাস কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার কমিটি গঠিত লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ড.খন্দকার মোশাররফ পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী? দাউদকান্দিতে নিরাপদ অভিবাসনে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

সড়কে ফিটনেস বিহীন কোন গাড়ী চলবে না: হাইওয়ে কুমিল্লা রিজিওয়নের এসপি খাইরুল আলম

সড়কে ফিটনেস বিহীন কোন গাড়ী চলবে না: হাইওয়ে কুমিল্লা রিজিওয়নের এসপি খাইরুল আলম
"ফিটনেস বিহীন কোন গাড়ী চলবে না। সড়কে কাওকে অবৈধভাবে চলতে দেওয়া হবেনা। কোন টোকেন বানিজ্য চলবে না। সড়কে গাড়ী উল্টো পথে চলে। পথচারীরা ফুটওভার ব্রীজ ব্যবহার করছে না। সে জন্যে দূর্ঘটনা ঘটছে। একটি পরিসংখ্যানে দেখা গেছে, সড়ক দূর্ঘটনায় প্রতিদিন ৫৫জন বছরে ১২ হাজার নিহত ও ৩৫ হাজার মানুষ পঙ্গুত্ব বরন করছে।

"দেশের সকল মানুষ ড্রাইবার না। সবাই গাড়ী চালায় না। ড্রাইভার হেলপারদের হাতেই মানুষের জীবন। কোনঅবস্থাতেই যেন তাদের জীবন শেষ না হয়ে যায়। তাই আপনাদেরকে অধিক সচেতন হতে হবে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, দূর্ঘটনা ছিলো, আছে, থাকবে। পৃথিবীর উন্নত দেশেও বিভিন্ন কারনে দূর্ঘটনা ঘটে। ট্রেন-বিমানও মুখোমুখি দূর্ঘটনা ঘটছে। তবে ফিটনেস বিহীন গাড়ীর জন্য যেন দূর্ঘটনা না ঘটে।

তিনি হাইওয়ে পুলিশের সদস্যদের উদ্দেশ্যে বলেন, কোন অন্যায়ের কাছে মাথানত করবেন না। কোন অন্যায় সুযোগ গ্রহন করবেন না। আমাদের সড়ক-মহাসড়ক দূর্ঘটনা মুক্ত হচ্ছে না। ১৮ বছরের নিচে কাওকে গাড়ী চালাতে দেবেন না।

তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, আপনি মারাগেলে আর পৃথিবীতে আসবেন না, আপনার বিকল্প আপনার পরিবার আর কাওকে পাবেনা। আপনার সন্তান আপনাকে কাছে পাবে না। আপনাকে ছাড়াই বড় হবে। তাই আপনাকে ভেবেচিন্তে গাড়ী চালাতে হবে। দূর্ঘটনার বড় অংশ ড্রাইভার হেলপাররাই মারা যাচ্ছে।

সড়ক থাকবে সিসিটিভি ক্যামেরায় আওতায় সে জন্যে আমরা সড়ককে সিসিটিভির আওতায় নিয়ে আসছি। যেন কোন দূর্ঘটনা ঘটলে কার অন্যায় সেটা যেন বের করতে পারি। আজ দুপুরে দাউদকান্দি হাইওয়ে থানায় অনুষ্ঠিত পরিবহন চালক হেলপারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দাউদকান্দি হাইওয়ে থানা ও হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সহকারী পুলিশ সুপার রাজিউর রহমান, কুমিল্লা বাস মালিক কমিটির সভাপতি অধ্যাপক কবির আহাম্মদ চৌধুরী', দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক,

সাংবাদিক হাবিবুর রহমান, দাউদকান্দি হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং সভাপতি রকিব উদ্দিন রকিব, সাধারণ সম্পাদক মোসা: সেলিনা আক্তার, নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

পিকে/এসপি
আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনে ড্যাব এর ২৩ জন মনোনয়ন প্রত্যাশী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ড্যাব এর ২৩ জন মনোনয়ন প্রত্যাশী