রবিবার, ১০ অগাস্ট ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ১০ অগাস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হতে দেয়া যাবে না: ড. খন্দকার মোশাররফ আমাদের নেতা তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: খন্দকার মারুফ দাউদকান্দিতে হেফাজতে ইসলামের জুলাই শীর্ষক আলোচনা সভা আর কোন নব্য ফ্যাসিবাদকে বাংলাদেশে জন্ম হতে দেয়া যাবে না: মনিরুজ্জামান বাহলুল দাউদকান্দিতে ভাষা সৈনিক ড. জসিম উদ্দিন আহমেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজার ও কালাডুমুর নদীতে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রাজনৈতিক পরিস্থিতিতে খেলাফত মজলিসের ৬ দফা করণীয় ঘোষণা দেশে প্রথমবারের মতো স্বল্প খরচে নেটিভ এ্যাড প্ল্যাটফর্ম চালু করলো ফেইথ এন্ড ফেয়ার দাউদকান্দিতে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থীর মোটর শোভাযাত্রা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তুভূক্ত করার দাবীতে দাউদকান্দিতে মানববন্ধন দাউদকান্দিতে মরহুম ভিপি আব্দুস সাত্তারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল দাউদকান্দিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ছাত্র শিবির দাউদকান্দিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে শিক্ষা উপকরন বিতরণ কুমিল্লা সমিতি ঢাকার সভাপতি ও সম্পাদককে মালয়েশিয়ায় উষ্ণ সংবর্ধনা সিঙ্গাপুরে সেরা রেমিটার্স সম্মাননায় ভূষিত হলেন হোল’ কর্পোরেশন” আমার রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধু, পরিচিত আপনজন ও শুভাকাঙ্ক্ষীগণ আমাকে ক্ষমা করে দিবেন বসার জায়গা কেমন হবে জান্নাতে? | প্রধান খবর দাউদকান্দিতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ বিএনপির গণজোয়ার দেখে মাথা নষ্ট হয়ে গেছে: ড.খন্দকার মারুফ দাউদকান্দিতে ভয়েজার স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বসন্ত-ভালোবাসায় যুগলদের পদচারণায় মুখর ঢাবি ক্যাম্পাস

বসন্ত-ভালোবাসায় যুগলদের পদচারণায় মুখর ঢাবি ক্যাম্পাস
বসন্তকালের প্রথম মাস ফাগুনের শুরুর দিন আজ মঙ্গলবার। অন্যদিকে একইদিনে বিশ্ব ভালোবাসা দিবস হওয়ায় যুগলদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো রাজধানী।

এদিন মেয়েদের পরনে শাড়ি, মাথায় টিয়ারা আর ছেলেদের পাঞ্জাবি পড়ে ঘুরতে দেখা গেছে। আর ভালোবাসার প্রতীক হিসেবে মেয়েদের হাতে দেখা গেছে গোলাপ ফুল।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর টিএসসি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দেখা যায়, রিক্সায় বা পায়ে হেঁটে হাত ধরা অবস্থায় যুগলদের গন্তব্য যেন এসে থেমেছে টিএসসি মোড়ে। তাদের মধ্যে বেশিরভাগ মেয়েকে দেখা গেছে হলুদ বা লাল রঙের শাড়িতে। আর মাথায় ছিল টিয়ারা আর হাতে গোলাপ। আর ভালোবাসার সেই প্রেমিক পুরুষকেও দেখা গেছে হলুদ বা সাদা পাঞ্জাবিতে। টিএসসি নেমে অধিকাংশকেই বইমেলায় প্রবেশ করতে দেখা গেছে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দেখা গেছে, বসন্ত বরণে নানা আয়োজন করা হয়েছে। সেখানে নারীদের মুখে বাহারি রং লাগিয়ে বসন্ত উদযাপনে মেতে উঠতে দেখা যায়। বসন্তকে উদযাপন করতে 'বসন্ত উৎসব ১৪২৯' এর ব্যানারে একটি ফটো ফ্রেমও তৈরি করা হয়েছে। সেখানে নারীদের ছবি তুলতেও দেখা গেছে। উচ্ছ্বসিত নারীদের দেখে মনে হয়েছে, তারা যেন ভালবাসার দেবীরূপে আবির্ভূত হয়েছেন।

এক যুগলদের মধ্যে সানজানা বলেন, আমরা ভালবাসা দিবসে ইউজ টু। প্রতিবছরই ভালোবাসা দিবসে আমরা এখানে আসি। আজকে সারাদিন আমরা ঘুরবো, একসঙ্গে খাব। সাধারণ দিনগুলোতে আমাদের ক্লাস এসাইনমেন্ট নিয়ে ব্যস্ত থাকতে হয়। যার ফলে আমরা এতটা ঘোরার সুযোগ পাই না।

এরই ফাঁকে যুগলের আরেক অংশ বলেন, আজকে আমাদের পঞ্চম বসন্ত চলছে। অর্থাৎ তাদের এই ভালোবাসার সূচনা হয়েছিল বছর পাঁচেক আগে।

ভালোবাসা শুরুর গল্প বলতে গিয়ে সানজানা বলেন, ও আমার ডিপার্টমেন্টের সিনিয়র। পরিচয়টা ফেসবুকে হয়েছিল। একটা বিষয়ে কথা বলতে গিয়ে আস্তে আস্তে আমরা পাঁচ বছর কাটিয়ে ফেলেছি। আমাদের প্রথম ফাল্গুনটা অনেক সুন্দর ছিল।

আরেক যুগল থেকে জাহিদ বলেন, বসন্ত সব সময় আসে না। আজকে ভালোবাসা দিবস একইসঙ্গে বসন্ত। তাই ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে দিনটি কাটাতে চাই। বসন্ত চলে এসেছে। এখন সবকিছুই নিজেকে নতুনভাবে রাঙিয়ে তুলবে। আমরাও নিজেদের নতুনভাবে রাঙাতে চাই।

যুগলদের ভিড়ে অনেকেই একা বা বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন। তাদের মধ্যেও এক ধরনের আক্ষেপ দেখা গেছে। অপেক্ষায় রয়েছেন কখন তার ভালবাসার মানুষটি আসবে, তার হাত ধরে ঘুরবে। একইসঙ্গে ভালবাসা দিবস ও বসন্ত কাটাবে।

বান্ধবিদের সঙ্গে ঘুরতে আসা অন্তরা ঢাকা পোস্টকে বলেন, আমি আজকে বসন্তের রঙে সেজেছি। আলহামদুলিল্লাহ বান্ধবিদের সঙ্গে আমার বসন্তের দিনটি ভালো কাটছে। সারাদিন বান্ধবিদের সঙ্গে নিয়ে খাব, ঘুরবো, ছবি তুলবো। আমি চাই সবার বসন্ত ভালো কাটুক। একইসঙ্গে আজকে ভালোবাসা দিবস, তাই ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে তাদের দিনটিও ভালো কাটুক।

কখনো ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে বের হয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার জীবনে এখনো ভালোবাসার মানুষ আসেনি। যদি কখনো আসে, তবে অবশ্যই বের হব। একইসঙ্গে ভালোবাসার মানুষ হিসেবে বাবা-মা তো আছেন তাদের সঙ্গেও সময় কাটাবো।

এদিকে আজ একই দিনে বসন্তের সঙ্গে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ভালোবাসার দিন। ভালোবাসা দিবস আর বসন্তের রঙ মিলেমিশে এক হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে। আর সেই সঙ্গে ঋতুরাজের হাত ধরে এবারও এলো ভালোবাসার এই বিশেষ দিনটি।

একদিকে বাসন্তী রঙ, অন্যদিকে ভালোবাসার রঙের জোয়ারে প্রকৃতি একাকার আজ। তেমনি শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে ফুলে ফুলে সেজে উঠতে ব্যস্ত প্রকৃতি। প্রকৃতিতে ফাল্গুনের হাওয়া, বাতাসে বসন্তের উন্মাদনা। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি সেজেছে বর্ণিল সাজে। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। প্রকৃতিও আগুন রাঙা ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে। সব মিলিয়ে প্রকৃতি জানান দিচ্ছে আজ পহেলা ফাল্গুন।

এনডি/প্রিন্স
নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হতে দেয়া যাবে না: ড. খন্দকার মোশাররফ

নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হতে দেয়া যাবে না: ড. খন্দকার মোশাররফ