দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামের কৃতিসন্তান সাবেক মান্যবর রাষ্টদূত আব্দুল মোতালেব সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচীব হিসেবে সদ্য পদোন্নতি পেয়েছেন।
তাঁর এই সাফল্যে গয়েশপুর গ্রামে ভিন্নরকম আমেজ বিরাজ করছে। গ্রামের লোকজন তাদের কৃতীসন্তানকে ফুল দিয়ে বরণ করছেন। ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে সেগুনবাগিচাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ গ্রামের মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
এ সময় উপস্থিত ছিলেন আইনজীবি ড. খন্দকার মারুফ হোসেন, এম এ লতিফ ভূঁইয়া, জসিম উদ্দিন আহমেদ, সালাউদ্দিন ভূঁইয়া, রোকনুজ্জামান ভূঁইয়া, মাসুদুর রহমান ভূঁইয়া ও মাহবুব সরকার।
পিকে/এসপি
নিজ গ্রামের মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত পররাষ্ট্র সচীব মোতালেব সরকার
- আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৯:৫৭:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক