বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির দাউদকান্দি উপজেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই কমিটি প্রকাশ করা হয়।
সমিতির কুমিল্লা জেলার সভাপতি আব্দুল আলীম ভূঁইয়া ও সিনিয়র সহ-সভাপতি মো. নূরুল আলম চৌধুরী নোমান স্বাক্ষরিত কাগজে এই কমিটির অনুমোদন করা হয়। কমিটিতে বোরহন উদ্দীন ভূঁইয়াকে সভাপতি ও মো. জাকির হোসেনকে সিনিয়র সহ-সভাপতি এবং মো: মহিউদ্দিন ও মো: নুরুজ্জামানকে সহ সভাপতি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, মো: গিয়াস উদ্দিন, মো. মহিউদ্দীন, সঞ্জয় কুমার সরকার, আনিসুর রহমান, মিজানুর রহমান, মনির হোসেন, খাইরুল ইসলাম স্বপন, দ্বীন ইসলাম, অভিজিৎ কুমার পাইন, কামরুল হাসান মুন্না, দীপক সূত্রধর, রকিব উদ্দিন মোল্লা ও মো. মহসিন ভূঁইয়া প্রমূখ।
নবগঠিত কমিটির সভাপতি বোরহান উদ্দীন ভূঁইয়া বৃহস্পতিবার সকালে ইত্তেফাক-কে বলেন, নকল ও ভেজাল ওষুধ যাতে বাজার যাত করতে না পারে এবং গুণগত মান সম্পন্ন ওষুধ বাজার যাত করা হয় সে বিষয়ে কাজ করবো।
পিকে/এসপি
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির দাউদকান্দি শাখার কমিটি গঠিত
- আপলোড সময় : ১৬-১০-২০২৫ ১২:৫৬:১৭ অপরাহ্ন
