" আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিপস্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২৩ জন মনোনয়নপ্রত্যাশী। এ সংক্রান্ত একটি তালিকা বিএনপি’র হাইকমান্ডের কাছে পাঠানো হয়েছে। গত ৩০শে সেপ্টেম্বর সংগঠনের পক্ষে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা তৈরি করা হয়েছে।
এদিন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের স্বাক্ষরে এই তালিকা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে বলে সংগঠনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- অধ্যাপক ডা. হারুন আল রশীদ (কুমিল্লা-৫, বুড়িচং ব্রাহ্মণপাড়া), অধ্যাপক ডা. শহীদুল আলম (সাতক্ষীরা-৩, আশাশুনি কালীগঞ্জ), ডা. এম.এ সালাম (ঠাকুরগাঁও-২, বালিয়াডাঙ্গী ও হরিপুর, রানীশংকৈল), ডা. এম.এ সেলিম (ময়মনসিংহ-৩, গৌরীপুর), অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম (ভোলা-২, বোরহানউদ্দিন, দৌলতখান),
অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী (বগুড়া-১, সারিয়াকান্দি সোনাতলা), ডা. ইউনুছ আলী (কুড়িগ্রাম-১, ভুরুঙ্গামারী নাগেশ্বরী), অধ্যাপক ডা. মইনুল হোসেন সাদিক (গাইবান্ধা-৩, সাদুল্লাপুর পলাশবাড়ী), ডা. খন্দকার জিয়াউল ইসলাম (গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ), ডা. মো. আহমেদুর রহমান আবদাল (হবিগঞ্জ-৩, হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা),
ডা. সরকার মাহবুব আহমেদ শামিম (চাঁদপুর-২, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা)। এ ছাড়া, ডা. শামিম আহমেদ (চাঁদপুর ২, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা), ডা. শাহাদাৎ হোসেন (চট্টগ্রাম-৯, সিটি করপোরেশনের কিছু ওয়ার্ড), ডা. রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩, শ্রীপুর), ডা. আনোয়ারুল হক (নেত্রকোণা-২ সদর, বারহাট্টা উপজেলা),
ডা. ইব্রাহিম রহমান বাবু রুমি (ঝিনাইদহ-২, হরিণাকুন্ডু), ডা. এরশাদ আহসান সোহেল (কিশোরগঞ্জ-৩, তাড়াইল-করিমগঞ্জ), ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন (নোয়াখালী-৩, বেগমগঞ্জ উপজেলা), ডা. কে.এম বাবর (গোপালগঞ্জ-২, সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার কয়েকটি ইউনিয়ন),
ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু (ঢাকা-১২, সাভার উপজেলা), ডা. ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪, মান্দা উপজেলা), অধ্যাপক ডা. এ.কে.এম আমিনুল হক (ময়মনসিংহ-২, ফুলপুর ও তারাকান্দা উপজেলা), ডা. নাজমুল হুদা বিপ্লব (ব্রাহ্মণবাড়িয়া-২, সরাইল ও আশুগঞ্জ উপজেলা), ডা. দেলোয়ার হোসেন টিটু (নেত্রকোণা-২, সদর ও বারহাট্টা উপজেলা)।
ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রতিবেদককে বলেন, ড্যাবের ২৩ জন মনোনয়ন প্রত্যাশীদের একটি তালিকা আমরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যদের কাছে পাঠিয়েছি। আমরা আসন্ন সংসদ নির্বাচনে তাদের মনোনয়ন দেয়ার জন্য বিএনপি’র হাইকমান্ডকে অনুরোধ জানিয়েছি।
পিকে/এসপি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ড্যাব এর ২৩ জন মনোনয়ন প্রত্যাশী
- আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৩:৪০:১৩ অপরাহ্ন
