"খেলাফত মজলিস কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও কুমিল্লা মহানগরের সভাপতি ও খেলাফত মজলিস মনোনীত কুমিল্লা-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ আব্দুল কাদের জামাল- প্রধান খবর-কে দেয়া একান্ত বক্তব্যে বলেন
আমি দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের খামাড়পাড়া গ্রামের (পীর সাহেব বাড়ীর) বাসিন্দা। লেখাপড়া করেছি কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস, আলিয়া মাদ্রাসা থেকে কামিল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে মাস্টার্স অধ্যায়ন করেছি।
একটি সুন্দর রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাজনীতির শুরুটা ছাত্র জীবন থেকেই। খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও কুমিল্লা মহানগরের সভাপতির দায়িত্ব পালন করছি।
অতীত স্মৃতিচারন করতে গিয়ে বলেন, আমি তখন২০ দলীয় জোটের কুমিল্লা উত্তর জেলার সদস্য সচীবের দায়িত্বে। ২০১৩ সালের ২৮ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে শতাধীক নেতাকর্মী নিয়ে মিছিল বের করি।
আমরা মিছিলটি নিয়ে পালকি সিনেমা হলের সামনে পৌছতেই আ'লীগের নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা করে। তাদের হামলায় সেদিন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবুবকর সিদ্দিকী ও নির্বাহী সদস্য কুমিল্লা মহানগড় মাওলানা আব্দুল ওহাব এবং আমি গুরুতর আহত হই।
এবং আমাকে ধরে নিয়ে যায়। আমাকে মেরে ফেলার জন্য লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। এক পর্যায়ে মৃত্যু হয়েছে ভেবে সড়কের পাশে ফেলে যায়। এসময় নেতাকর্মীরা আমাকে উদ্ধার করতে ব্যার্থ হয়। সন্ত্রাসীরা চলে গেলে, স্থানীয় প্রশাসন উদ্ধার করে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পথিমধ্যে আমার বমি হয়।
তারপর প্রচার হয়ে যায় ২০ দলীয় জোট কুমিল্লা উত্তর জেলার সদস্য সচীব সৈয়দ আব্দুল কাদের জামাল মারা গেছেন। মাথায় ১০টি সিলি লাগে এবং হাত পা ও শরীরে প্রচুর আঘাত করে।
তিনি আরো বলেন, পরে হাসপাতালে চিকিৎসা নিতে সদর হাসপাতালে গেলেও নিরাপদ ছিলাম না। পুলিশ আসার খবরে অন্যত্রে চলে যেতে হয়। প্রায় একসপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় রেস্টে থাকি প্রায় ১ মাস। পায়ে প্রচন্ড আঘাত পাওয়ার কারণে লাঠির উপর ভর দিয়ে চলাচল করছি অনকদিন। এভাবেই বিগত আন্দোলন সংগ্রামে রাজ পথে ফ্যাসিস্ট আ'লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলাম।
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে এবং দাউদকান্দি ও মেঘনাকে দুর্নীতি মুক্ত শতভাগ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস থেকে (দেয়াল ঘড়ি) মার্কায় সংসদ সদস্য পদপ্রার্থী। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা চাচ্ছি।
পিকে/এসপি
সেদিন আমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিলো: আব্দুল কাদের জামাল
- আপলোড সময় : ০২-১০-২০২৫ ১০:৩৭:১২ অপরাহ্ন
