বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বিকালে দাউদকান্দির গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি মোবাইল ফোনে শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন।
উদ্বোধনী ভাষনে ড.খন্দকার মোশারফ হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার আধুনিক সংস্করন ৩১ দফা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মেনুফেস্টু হবে এ ৩১ দফা। আমাদের সকলকে ৩১ দফা জনগনের কাছে সুন্দর ভাবে তুলে ধরতে হবে।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিমকোর্টের আইনজীবি ড.খন্দকার মারুফ হোসেন বলেন, এই ৩১ দফা তরুন সমাজের জন্য মেগনা কাটা। তিনি আর-ও বলেন ১২০০ শতাব্দীতে যুক্ত রাজ্যে দেশ পরিচালনার জন্য গঠিত ঐতিহাসিক চার্টার বা সনদ কে মেগনা কাটা বলে।
তিনি জননেতা তারেক রহমানের জনসমক্ষে উপস্থাপিত ৩১ দফাকে আজকের তরুন সমাজের জন্য মেগনা কাটা হিসাবে উল্লেখ করেন। ৩১ দফার উপর নেতা কর্মীদের প্রশ্ন উত্তরের মাধ্যমে অত্যন্ত সুচারুরুপে বিস্তারিত আলোচনা করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বুঝিয়ে দেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জনগন ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদান করা হলে গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা ও সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে বিএনপি কি কি কর্মসূচী গ্রহণ করবে তা এই ৩১ দফায় উল্লেখ রয়েছে।
এই ৩১ দফা আমরা ভালো ভাবে নিজেরা বুঝতে হবে এবং এখন থেকেই আমাদের প্রতিটা গ্রামে,প্রতিটা বাড়িতে গিয়ে ছোট ছোট গ্রুপ করে সম্মানিত ভোটারদের বুঝাতে হবে বিএনপিকে ভোট দিলে আমরা জনগনের জন্য কি উন্নয়ন করবো। দেশের কল্যানে ৩১দফা বাস্তবায়ন করতে হবে।
এর আগে তিনি গত এক সপ্তাহ যাবত দাউদকান্দি উপজেলার বিভিন্ন বাজার ও জনসমাগম এলাকায় ৩১দফার লিফলেট বিতরন করেন। তিনি আর-ও বলেন দেশ পুনর্ঘঠনে তারেক রহমানই হচ্ছে একমাত্র শক্তি। আর তার কর্ম পদ্ধতি হচ্ছে এই ৩১ দফা। আর ৩১ দফার কৌশলগুলো আপনারাই বাস্তবায়ন করবেন।
পিকে/এসপি
৩১ দফা জনগণের কাছে সুন্দর ভাবে তুলে ধরতে হবে: ড. খন্দকার মোশাররফ
- আপলোড সময় : ০২-১০-২০২৫ ১০:২৭:৫৪ অপরাহ্ন
