সম্ভাব্য বিদেশগামী, বিদেশে অবস্থানরত ও বিদেশ ফেরত অভিবাসীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা ও তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকাল ১১টায় দাউদকান্দি উপজেলা পরিষদ হলরুমে এনজিও রামরুর আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. টিপু সুলতানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার। প্রশিক্ষক ছিলেন সেইফ মাইগ্রেসন প্রোগ্রাম অফিসার মো. আরিফুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষণে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, কৃষকসহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পিকে/এসপি
দাউদকান্দিতে নিরাপদ অভিবাসনে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
- আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:৪০:৫০ পূর্বাহ্ন
