মৎস্য খ্যাতে জাতীয় স্বর্ণ পদক লাভ করায় দাউদকান্দির রহমত আলীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৫) বেলা ১২টায় উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, সহাকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা টিপু সুলতান প্রমূখ।
উল্লেখ্য, মৎস্য খ্যাতে অসামান্য অবধানের স্বিকৃতী স্বরুপ রহমত আলীকে গেল ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস তার হাত থেকে পুরস্কার তুলে দেন। প্রতি বছর এই দিনে কৃষি খ্যাতে বিভিন্ন অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কারে ভূষিত করা হয়।
পিকে/এসপি
জাতীয় স্বর্ণ পদক পাওয়ায় রহমত আলীকে সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন
- আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৮:৫১:৫৩ পূর্বাহ্ন
