খেলাধুলায় মনযোগ বাড়াই, মাদক মুক্ত তারুণ্য চাই- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাউদকান্দি উপজেলার দূর্গাপুর গ্রামে মাদকের বিরুদ্ধে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি উপভোগ করতে গ্রামের শিশু, বৃদ্ধ, নারী দর্শকরাও উপস্থিত হন।
ধানসিঁড়ি সমাজ কল্যান পরিষদ ও বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে শনিবার সকাল ১১টায় উপজেলার দুর্গাপুর গ্রামের ধানসিঁড়ি লেকে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অংশ গ্রহন করেন, ফারদিন ফুয়াদ, রাকিব সরদার, আবদুল আজিজ রামিম, মাহমুদুল হাসান তামিম, বায়েজিদ ভূঁইয়া, ইসমাইল, রিফাত সরদার, আশিক প্রধান, জুবায়ের ভূঁইয়া, সাইদুল ইসলাম ও আব্দুল সিয়াম।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন নারায়ণগঞ্জের বন্দর থানার মাহমুদুল হাসান তামিম। দ্বিতীয় স্থান রাকিব সরদার ও তৃতীয় স্থান অর্জন করেন সাইদুল ইসলাম। প্রতিযোগিতা শেষে সংগঠনের সভাপতি বোরহান উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন।
বিটেশ্বর ইউপি প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম মিজান, সাংবাদিক হানিফ খাঁন, বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সেক্রেটারি সাংবাদিক শরীফ প্রধান, সমাজসেবক নুরুজ্জামান, আব্দুল আউয়াল,
তোফাজ্জল হোসেন সরকার, সাজিদুর রহমান, মনির হোসেন, ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, আসাদুজ্জামান গোলজার ও ইঞ্জিনিয়ার রাজু। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পিকে/এসপি