বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও দাউদকান্দি জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুল বলেন, যুবকরা আমাদের শক্তি, বিপ্লবের মহানায়ক ও দেশের চালিকা শক্তি।
'৫২ ভাষা আন্দোলন ও ২৪শের গণঅভ্যুত্থান যুবকরাই সফল করেছিলো। তারা আ'লীগ সরকারের বৈষম্য, জুলুম, নির্যাতন অত্যাচার দেখেছিলো। সময়ের ব্যবধানে যুবকরা জেঁগে উঠেছিলো এবং একটি ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছিলো।
তিনি বলেন, ইতিহাস পড়ে জেনেছি, যুগে যুগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুবকরাই সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছিলো। তার উজ্বল উদাহরণ, যুবক সাহাবী হানজালা, যে বাসররাতে যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়ে বীরের মতো যুদ্ধ করে শহীদ হয়েছিলেন।
দরিদ্র পরিবারের সন্তান আরেক যুবক সাহাবী সাদ'। যিনি ইসলাম ধর্ম গ্রহনের ৮ মাস পর বিয়ের জন্য বাজার করতে গিয়েছিলেন। যুদ্ধের খবর জানতে পেরে, বিয়ের বাজার ফেলে যুদ্ধে ময়দানে ঝপিয়ে পড়েন। সেখানে বীরের মতো যুদ্ধ করে সে শহীদ হন।
তিনি আজ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে দাউদকান্দি উপজেলা ও পৌরসভা যুব জামায়াতের উদ্যোগে, উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সভায় উপজেলা যুব জামায়াতের সভাপতি ইঞ্জি: মিজানুর রহমান আরিফের সভাপতিত্বে ও পৌরসভা যুবজামায়াতের সভাপতি রেজাউল হক সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাইয়ুম, শ্রমিক কল্যান ফেডারেশন কুমিল্লা উত্তর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, দাউদকান্দি পৌরসভা জামায়াতের আমীর আবুল কাশেম প্রধানীয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি শাহজাহান তালুকদার, উপজেলা যুবজামায়াতের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন তালুকদার, পৌরসভা যুবজামায়াতের সহ-সভাপতি হাফেজ নেয়ামুল ইসলাম, সেক্রেটারি কমরেড রুবেল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আফিফ।
তিনি আরো বলেন, আজ বাংলাদেশের যুবকরা আর কোন বিশৃঙ্খল দেখতে চায় না, তারা শান্তি চায়, মুক্তি চায়। মানবতার সমাজ গড়তে হলে ইসলামের বিকল্প নেই। যুবকরা ইসলাম প্রতিষ্ঠায় মাঠে নেমেছে।
সেটা দেখে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। যুবকরা কারো কাছে মাথা নত করেনা। তারই উদাহরন আবু সাঈদ, মুগ্ধরা। তারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে। আজকে নতুন বাংলাদেশে ষড়যন্ত্র থেমে নেই। যুবকদের প্রস্তুত থাকতে হবে। আর কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চাই না।
পিকে/এসপি
যুবকরাই আমাদের শক্তি ও বিপ্লবের মহানায়ক: মনিরুজ্জামান বাহলুল
- আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:২১:০০ অপরাহ্ন
