ফেইথ এন্ড ফেয়ার নিয়ে এলো। দেশে প্রথমবারের মতো স্বল্প খরচে পূর্ণাঙ্গ নেটিভ এ্যাড প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের উদ্যোক্তা কুমিল্লা জেলার দাউদকান্দির নোয়াদ্দা গ্রামের সন্তান ইঞ্জিনিয়ার মোঃ আবদুছ ছাত্তার।
দেশের লাখো উদ্যোক্তার অনুপ্রেরণায় তিনি এই প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন, যার মূল লক্ষ্য— সহজে ও স্বল্প খরচে দেশি পণ্যের প্রচার-প্রসার, আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড পরিচিতি তৈরি, বেকার সমস্যার কার্যকর সমাধান, বিদেশি বিজ্ঞাপন প্ল্যাটফর্ম নির্ভরতা হ্রাস করা, দেশের মুদ্রা দেশের ভিতরেই ধরে রাখা।
Faith & Fair প্ল্যাটফর্মের মাধ্যমে কীভাবে উপকৃত হবেন উদ্যোক্তারা? উদ্যোক্তারা এখন থেকে খুব সহজেই নিজেদের ব্যবসা বা ব্র্যান্ডকে 📌 শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল
📌 জনপ্রিয় ফেসবুক পেজ/ব্লগ
📌 এবং ইউটিউব ব্লগে
Faith & Fair এর মূল উদ্দেশ্য ও প্রভাব: বাংলাদেশের টাকাকে দেশেই ধরে রাখা বিদেশি বিজ্ঞাপন প্ল্যাটফর্মে খরচ কমানো দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি দেশীয় ব্র্যান্ডকে গ্লোবাল এক্সপোজার দেওয়া উদ্যোক্তাদের জন্য একটি নির্ভরযোগ্য ও প্রফেশনাল মিডিয়া সমাধান।
উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোঃ আবদুছ ছাত্তার বলেন: বাংলাদেশে অসংখ্য সম্ভাবনাময় পণ্য ও প্রতিষ্ঠান রয়েছে।কিন্তু বিশ্বমানের প্রচারের অভাবে তারা পিছিয়ে পড়ে। Faith & Fair সেই শূন্যস্থান পূরণে কাজ করবে। এর মাধ্যমে দেশি ব্র্যান্ডগুলোর প্রতি মানুষের আস্থা তৈরি হবে, বিক্রি বাড়বে এবং তারা একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।”
Faith & Fair কেবল একটি বিজ্ঞাপন প্ল্যাটফর্ম নয়, এটি একটি ডিজিটাল রূপান্তরের মাধ্যম — যা উদ্যোক্তা, ব্র্যান্ড এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.ffglb.com
পিকে/এসপি
দেশে প্রথমবারের মতো স্বল্প খরচে নেটিভ এ্যাড প্ল্যাটফর্ম চালু করলো ফেইথ এন্ড ফেয়ার
- আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৪:১৬:২৫ অপরাহ্ন
