কুমিল্লা জেলা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দাউদকান্দির পূর্ব নোয়াদ্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দুপুরে উপজেলার পূর্ব নোয়াদ্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরন খাতা, কলম ও জ্যামিতি বক্স প্রদান করা হয়।
এছাড়াও সংগঠনটির উদ্যোগে প্রায় শতাধিক গাছের চারা ও রোপন করা হয়। অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক সোহান খাঁন সুজনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,
ছাত্র অধিকার পরিষদ বিটেশ্বর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সানিয়া আক্তার, শুভ প্রধান, সাহদাত প্রধান, সোহান আখন্দ, নিরব প্রধান, ফাহিম গাজী ও মেহেদি হাসান।
পিকে/এসপি
দাউদকান্দিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে শিক্ষা উপকরন বিতরণ
- আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৮:১৮:৫১ অপরাহ্ন
