"দাউদকান্দির উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নৈয়াইর ইসলামিয়া ডিগ্রী মাদরাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক এএসএম কামাল উদ্দীনের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গেল রোববার (২৯ জুন ২০২৫) সকালে নৈয়াইর ইসলামিয়া ডিগ্রী মাদরাসা পরিবারের আয়োজনে মাদরাসা মিলনায়তনে এই অনুষ্ঠিত সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জসীম উদ্দীন মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা মজিবুর রহমান সিকদার, মো. কামরুজ্জামান, মো. কামাল উদ্দীন প্রমূখ। এসময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নৈয়াইর মাদরাসা সাবেক ছাত্র ফোরামের পক্ষ থেকে মো. মামুনুর রশিদ, মো. আতাউর রহমান ও মো. ইসমাইল হোসেন তালুকদার বিদায়ী শিক্ষক এএসএম কামাল উদ্দীনের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
পিকে/এসপি
নৈয়াইর ইসলামিয়া ডিগ্রী মাদ্রাসার শিক্ষক কামাল উদ্দীনকে অবসর জনিত বিদায় সংবর্ধনা
- আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৮:৩৯:১০ পূর্বাহ্ন
